Saturday 20 February 2016

কাবা শরিফের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না?

কাবা শরিফের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না?


কাবা শরিফের উপর দিয়ে নাকি পাখি উড়ে যেতে পারে না?
আমি ছোটবেলায় শুনেছিলাম, কেউ শুনেছেন এটা???  তাহলে বলি।

এসব ভুল information আর ভুল একটা বিশ্বাস । আজব আমাদের বিশ্বাস গুলো। কুরান হাদিস এত সুন্দর সুন্দর জিনিস থাকতে মানুষের রটানো গুজবে বেশি trust করি।
অন্য আর একটা কথা শোনাই—-
এমনও দিন আসবে যেদিন কাবা শরিফ ধ্বংশ হয়ে যাবে।

মুসনাদে আহমাদ শরিফে একটা হাদিস পেলাম যা আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্নিত যে রসুলুল্লাহ (সাঃ) কাবা ধ্বংশ হওয়ার কথা বলেছেন।
কোন এক আফ্রিকান রাজা কাবা দখল করবেন আর কাবার সব গিলাফ লুটে নেবেন। অবশ্য এটা হবে শেষ যুগের কোনো এক সময়ে।
আমরা মুসলমানরা হাদিস এবং কুরান থেকে দূরে চলে গেছি তাই আমরা অনেক পিছিয়ে পরেছি। আর শ্লোগান দিয়ে থাকি আমাদের এই অধিকার চাই, ওই সংখ্যালঘু অধিকার চাই। এই প্রবলেমটা কখনও solve হওয়ার নয়। যতদিন না আমরা ফিরে আসছি হাদিস কুরানে যতদিন না আমরা নিজেদেরকে না চালাচ্ছি রসুল (সাঃ) এর তরিকায়।
কেননা সৃষ্টিকর্তা আল্লাহর মনোনিত জীবনব্যবস্থা হল ইসলাম।
(a fb post by Sahid Choudhury)


1 comment:

  1. Finally, CNC machines high precision machining aren't properly suited for working with very small items of wood. And outcome of|as a end result of} the machine does many of the work, it frees up the woodworker to give attention to} other elements of the project. As a end result, furniture made with the help of a CNC machine is commonly of a higher quality than those made by hand.

    ReplyDelete